Home » ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগা

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 21 ভিউ
Print Friendly, PDF & Email

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সংগঠনের সদ্য সমাপ্ত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি এবং সিবগাতুল্লাহ সিবগা সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বাংলাদেশুচীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) অনুষ্ঠিত সদস্য সম্মেলনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন নুরুল ইসলাম সাদ্দাম। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় এই নির্বাচন সম্পন্ন হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। সভাপতি নির্বাচিত হওয়ার পর সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নুরুল ইসলাম সাদ্দাম নতুন সেক্রেটারি জেনারেল মনোনীত করেন। একই দিন তিনি সিবগাতুল্লাহ সিবগাকে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে ঘোষণা দেন। বর্তমানে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম চলমান রয়েছে। নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন সংগঠনের গুরুত্বপূর্ণ পদ ‘কেন্দ্রীয় দপ্তর সম্পাদক’ হিসেবেও কাজ করেছেন। শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে ‘উদ্যোক্তা অর্থনীতি’ বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করছেন তিনি। অন্যদিকে, নবনিযুক্ত সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা সর্বশেষ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ও উল্লেখযোগ্য ভূমিকার কারণে তিনি সংগঠনের ভেতরে ও বাইরে আলোচনায় আসেন। নতুন নেতৃত্ব ঘোষণার পর সংগঠনের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ছাত্র রাজনীতিতে মেধা, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নতুন নেতৃত্ব কীভাবে আগামীর পথচলা নির্ধারণ করে, এখন সেটিই দেখার বিষয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.