Home » চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে দুইটি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে দুইটি স্বর্ণের বারসহ আটক ১

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ২ টি স্বর্ণের বার সহ ১ ব্যাক্তিকে আটক করেছে  বিজিবি ।

বুধবার সকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি  এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে  সকাল সাড়ে ৯ টার দিকে একজন চোরাকারবারী  চুয়াডাঙ্গার  দামুড়হুদা উপজেলার  মুন্সিপুর বিওপির কুতুবপুর গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান করবে। এই তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর পরিকল্পনা এবং দিক-নির্দেশনা মোতাবেক উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ ও মুন্সিপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মুন্সি মুজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯৩/৩-আর হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর পাঁকা রাস্তার পার্শ্বে  এ্যাম্বুশ করে। এসময় বিজিবি টহলদল একটি অটোরিক্সাকে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে। উক্ত সময় অটোরিক্সা চালক মুন্সিপুর গ্রামের আঃ কুদ্দুসের ছেলে মোঃ কাওসার পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত অটোরিক্সা চালক মোঃ কাওছারকে  জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীরে পরিহিত লুঙ্গির ভাজে কোমরের সাথে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৩২ গ্রাম (১৯.৮৯ ভরি) ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করে। দুপুরে এ ব্যাপারে হাবিলদার মুন্সি মুজিবর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলাকরে আটককৃত আটোরিক্সাসহ আসামীকে দামুড়হুদা থানায় হস্তান্তর করে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দিয়েছে।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন