Home » চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 73 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা  প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা কালে এক বাংলাদেশী চোরাকারবারীকে ভারতীয় বিএসএফ গুলি করে ধরে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টায় দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে  ঠাকুরপুর গ্রামের মো: আব্বাস আলীর ছেলে আজমুল হোসেন(৩০)সহ তার ৫/৬ জন সহযোগী চোরাপথে ভারতে  প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয়  ৮২-বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বিএসএফের একটি গুলি আজমুল হোসেনের পায়ে লেগে গুরুতর আহত হন এবং তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে বিএসএফ সদস্যরা আজমুলকে আহত অবস্থায় উদ্ধার করে  ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে।  বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সীমান্তে বিএসএফের গুলিতে আজমুল হোসেন নামে এক যুবকের আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.