মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং নিয়ম বহির্ভূতভাবে সার সংরক্ষণের অভিযোগে চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার আটকবর গোচিয়া পাড়া মোড়ে সার, বীজ ও কীটনাশক বাজার তদারকির সময় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে শহিদুল ইসলামের মালিকানাধীন মেসার্স শিশির ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সরকার নির্ধারিত দামে সার বিক্রি, যথাযথভাবে রেজিস্টার সংরক্ষণ ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে নাটুূহদা পুলিশ ক্যাম্পের একটি টিম সহযোগিতা করে।