Home » চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 24 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় নিজ ভাড়া বাসা থেকে গুলশান আরা চমন (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত গুলশান আরা ওই এলাকার মৃত মহিউদ্দীন জোয়ার্দ্দারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হকপাড়ার একটি ভাড়া বাড়িতে একাই বসবাস করতেন গুলশান আরা। টানা দুইদিন তার কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। এ সময় ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.