চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে মাহবুবুর রহমান মাসুম (৩৫) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহবুবুর রহমান মাসুম চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন তিনি। পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তিনি তিন বন্ধুর সঙ্গে চুয়াডাঙ্গায় বেড়াতে এসে ওই আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের ম্যানেজার সাগর জানান, তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরে দুই বন্ধু হোটেল ত্যাগ করলে মাসুম ওই কক্ষে থেকে যান। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হোটেলের চতুর্থ তলার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। পাশাপাশি সিআইডি ও পিবিআই তদন্তে অংশগ্রহণ করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
পূর্ববর্তী পোস্ট