সময়ের আলোচিত পরিচালক রায়হান রাফীর পরিচালনায় শবনম বুবলী দীর্ঘ তিন বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন। শেষবার তিনি কাজ করেছিলেন চরকি প্রযোজিত ‘৭ নাম্বার ফ্লোর’-এ, যেখানে তার পারফরম্যান্স ও সিনেমার গল্প সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার তিনি অভিনয় করছেন রাফীর নতুন নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’-এ। যদিও শুটিং কিছুদিন আগে শুরু হয়েছে, আজ থেকেই আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছেন বুবলী।
নতুন সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, “গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”
সিনেমার গল্প নারী চরিত্রগুলোর জার্নি ও দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত হবে। ঢালিউডে সাধারণত নারীকেন্দ্রিক সিনেমার বাজার সীমিত হলেও, বুবলী ভরসা প্রকাশ করেছেন পরিচালক রাফি ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনার ওপর। রাফি এর আগে ‘তান্ডব’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ এবং ‘পোড়ামন ২’ দিয়ে বাংলার চলচ্চিত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
সিনেমায় বুবলীর পাশাপাশি অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন জীবনযাত্রা, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হবে ছবির নাটকীয়তা। গুঞ্জন রয়েছে, সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রও থাকছে, যেখানে দেখা যেতে পারে অভিজ্ঞ জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে।
বুবলী ঈদে আরও এক সিনেমা ‘পিনিক’ মুক্তির অপেক্ষায় আছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। ‘প্রেশার কুকার’-এর মুক্তি আসন্ন পবিত্র ঈদুল ফিতরে হওয়ার কথা।

