Home » চকশ্যামনগরে প্রবীণদের মিলন মেলা অনুষ্ঠিত

চকশ্যামনগরে প্রবীণদের মিলন মেলা অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 38 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠ প্রবীনদের মিলন মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রবীনদের মিলন মেলার উদ্বোধন করা হয়। চকশ্যামনগর গ্রামের সবচেয়ে প্রবীন ব্যক্তি আজিল হক (১১৫) ফিতা কেটে প্রবীনদের মিলন মেলার উদ্বোধন করেন। চকশ্যামনগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের একদল উদ্দোমী তরুণ সকাল আটটায় প্রবীন মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে চক শ্যামনগর গ্রামের দুই শতাধিক প্রবীণ ব্যক্তিকে সাদা রঙের টি শার্ট পরিয়ে, হাতে ফুল তুলে দিয়ে প্রথমে বরণ করে নেন। এরপর চলে নাস্তা পর্ব। চিড়া, দই, মুড়কি,গুড় রসগোল্লা দিয়ে নাস্তার পর্ব শেষ করা হয়। এরপরই শুরু হয় প্রবীনদের ক্রীড়া প্রতিযোগিতা। দুফুরে মাংস ভাতের ভেজন পর্ব শেষে রাতে অনুষ্ঠিত হবে দোয়া অনুষ্ঠান। আয়োজকরা জানান গ্রামের মুরুব্বীদের একত্রিত করে তাদের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যের মূলত ষষ্ঠবারের মতো এই আয়োজন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.