ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ এবং সনদপত্র বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আইএল জি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
মাসব্যাপী প্রশিক্ষণে গাংনী উপজেলা ৯টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষ দিনে প্রশিক্ষনার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এতে রায়পুর ইউনিয়নের নিমাই দাস প্রথম,কাজিপুর ইউনিয়নের কামরুল হাসান দ্বিতীয় এবং ষোলটাকা ইউনিয়নের উত্তম কুমার তৃতীয় স্থান অর্জন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, প্রকাশনা কর্মকর্তা এন আই জি ও ফোকাল পয়েন্ট আব্দুল জলিল মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।