মেহেরপুরের গাংনীর কাজিপুর সীমান্তে ভারতীয় মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও পটকা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার রাত দেড়টার দিকে কাজিপুর বর্ডার বর্ডার পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।
৪৭ বিজিবি ব্যাটেলিয়ন থেকে তথ্য প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্তের কাজীপুর এলাকার ১৪৬/৪-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া নামক স্থান থেকে সুবেদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল দল পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ, ৭শ’ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ১১শ’৪০ পিস চকলেট বাজি আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
পূর্ববর্তী পোস্ট

