Home » গাংনী সাব রেজিস্ট্রি অফিসের ভেতর থেকে পকেটমার আটক

গাংনী সাব রেজিস্ট্রি অফিসের ভেতর থেকে পকেটমার আটক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 8 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস কক্ষের ভেতরে খোকন নামের এক কৃষকের পকেট মারার সময় হাতেনাতে ধরা পড়েছে হারেজ আলী (৫০) নামের এক ব্যক্তি। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খোকন, মোহাম্মদপুর গ্রামের খেদু মন্ডলের ছেলে। তিনি জানান, জমি বিক্রির জন্য দলিল রেজিস্ট্রি করতে অফিসে প্রবেশ করার পর পিছন থেকে তার ব্যাগে থাকা টাকা বের করার চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। এ সময় কিছু টাকা মাটিতে পড়ে যায়। পাশে থাকা এক নারী ঘটনাটি দেখে খোকনকে জানান। পরে উপস্থিত অন্যান্য লোকজনও বিষয়টি দেখে পকেটমারকে আটক করে।

স্থানীয়রা আটককৃতকে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত হারেজ আলী ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের আহাদ আলীর ছেলে।

গাংনী থানার এসআই সানোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.