বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন কুচুইখালী গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ এ জানুয়ারি) বিকাল ৪টায় কুচুই খালী মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে বিকাল থেকে ধানখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দোয়া মাহফিলে অংশ নিতে দলীয় নেতাকর্মীরা কচুইখালী মোড়ে সমবেত হতে শুরু করে। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মেহেরপুর -২ গাংনী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গাংনী উপজেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,বিশেষ ঐতিহ্যবাহী উপস্থিত ছিলেন গাংনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম,
ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুস্তাক আহমেদ, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ মাস্টার,,ধানখোলা ইউনিয়নবিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন লালটু মাস্টার।
গাংনী উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মোখলেসুর রহমান মুকুল, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনি মাস্টারসহ এলাকার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

