আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর, ২০২৫) গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্যানেল চেয়ারম্যানবৃন্দসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকার চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে আরও কঠোর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। চোরাচালান প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বিশেষ করে মাদকদ্রব্য চোরাচালান রোধে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই কাজে সকলের সহযোগিতা একান্ত কাম্য।’
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ‘সীমান্ত এলাকা এবং উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে। চোরাচালানকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
সভায় উপস্থিত ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানগণ নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অবৈধ কার্যকলাপ রুখতে সাধারণ মানুষকে সচেতন করার ওপরও জোর দেওয়া হয়।
সভাশেষে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়।