Home » গাংনীর লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত ভাবে তিনটি গাছ কাটার অভিযোগ

গাংনীর লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত ভাবে তিনটি গাছ কাটার অভিযোগ

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 53 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ম বহির্ভূতভাবে ৫০ হাজার টাকা মূল্যের তিনটি গাছ কাটার অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেনের বিরুদ্ধে গত বুধবার (১মে) সরকারি ছুটির দিন, দুটি মেহগনি ও একটি আমগাছ কেটে মাত্র সাত হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে ।

সম্প্রতি লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। আর সেই নতুন ম্যানেজিং কমিটিকে ক্ষমতা হস্তান্তর করার আগেই কোনরকম নিলাম ছাড়াই বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগসাজশে গাছ কেটে বিক্রি করে। এভাবে গাছ বিক্রির কোন রেজুলেশন আছে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, রেজুলেশন আছে। প্রধান শিক্ষক বর্তমানে ইন্ডিয়াতে রয়েছে। উনি অফিস কক্ষ তালাবদ্ধ করে রেখে গেছেন। উনি দেশে ফিরলে রেজুলেশন দেখানো হবে বলে জানান তিনি। এ বিষয়ে লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন সাংবাদিকদের কোনো তথ্য দিতেই রাজি হননি। এ বিষয়ে তথ্য চাইলে উল্টো উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হন তিনি। এ বিষয়ে লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন দেশে ফিরলে তার সাথে ফোন এ যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে মোবাইলে কিছু বলা যাবে না বিস্তারিত জানতে হলে স্কুলে আসতে হবে বলেই ফোন কেটে দেন তিনি। এ বিষয়ে গতকাল ০৬ মে সরজমিনে ওই স্কুলটি পরিদর্শন শেষে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হোসনে মোবারক নিয়ম বহির্ভূতভাবে গাছ কাটার সত্যতা নিশ্চিত করে জানান, আমি সরজমিনে ওই স্কুলটি পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে ওই স্কুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলে জানান এই কর্মকর্তা।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.