Home » গাংনীর পল্লীতে শিয়ালের কামড়ে আহত-৩

গাংনীর পল্লীতে শিয়ালের কামড়ে আহত-৩

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিনিধি 33 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে শিয়ালের কামড়ে বৃদ্ধা সহ তিন জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরের গ্রামের মাঠে এঘটনা ঘটে।

আহতরা হলো- উপজেলার ভাটপাড়া গ্রামের তুষ্টু মন্ডলের ছেলে ইকরামুল হক (৭০), একই গ্রামের আকুল মন্ডলের ছেলে তহিদুল ইসলাম (৪০) ও শরিফউদ্দিনের ছেলে মহিবুল ইসলাম (৩৫)।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ বিডি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, শেয়ালের কামড়ে ইকরামুল হক নামের এক আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভ্যাকসিন নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ইসমাইল হোসেন জানান, তিনি ভাটপাড়া গ্রামের ছেউটিয়ার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে কয়েক জন ব্যক্তির চিৎকার শুনে তিনিসহ স্থানীয়রা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে একরামুল হক নামের এক বৃদ্ধ ব্যক্তির পায়ে একটি শিয়াল কামড়ে ধরে আছে দেখতে পান। শেয়ালের মুখ থেকে বৃদ্ধ ইকরামুল হককে উদ্ধার করেন তারা। শিয়ালটি ওই সময় তহিদুল ইসলাম ও মহিবুল ইসলামের পায়ে কামড়ে আহত করে পালিয়ে যায়। মহিবুল হক স্থানীয়ভাবেই চিকিৎসা নিয়েছেন।

শিয়ালটি হঠাৎ করে তুলার জমি থেকে বেরিয়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে থাকা তিন জনকে কামড় দিয়ে আহত করে পালিয়েছে বলে স্থানীয়রা জানান। পরে ওই শেয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তহিদুল ইসলামকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং ইকরামুল হককে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। ডা. বিডি দাস আহত ইকরামুল হককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.