মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপক উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জোড়পুকুরিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেন। তিনি নির্বাচনী প্রচারণায় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের গুরুত্বের ওপর জোর দেন এবং গাংনীতে উন্নয়নমূলক কাজ ও জনসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো এবং মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান। তারা জনগণকে উৎসাহিত করেন দলের নির্বাচনী লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিতে।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যারা নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। জনসভায় বক্তারা দলের নীতি, উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন, যাতে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়।
জোড়পুকুরিয়ার এই জনসভা বিএনপির নির্বাচনী প্রচারণাকে শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করেছে।

