মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী।
বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে মেধা ও শৃঙ্খলা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানারআপ শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিযোগিতার সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।

