মেহেরপুরের গাংনী থানা পুলিশ বুধবার দিবাগত রাত ১২টার দিকে তেরাইল নামক স্থানে অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। এসময় জব্দ করা হয়েছে মাদক পাচার কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল।
আটককৃতরা হলেন, গাংনীর ভোমরদহ গ্রামের মোস্তফার ছেলে ওমর ফারুক(২৫), হিজলবাড়িয়ার নুরুজ্জামানের ছেলে সজীব (২৮) ও মালসাদহ গ্রামের আয়ুব আলীর ছেলে আসাদ(২৮)। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, গাংনীর বামন্দী ইউনিয়নের তেরাইল চেয়ারম্যান পাড়া দিয়ে মাদক পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় দুটি মোটরসাইকেল যোগে তিনজন যাত্রিকে থামিয়ে তাদের দেহ তল্লাশী চালিয়ে ইয়াবা পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়।
পূর্ববর্তী পোস্ট