মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৪৩ হাজার টাকার মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে বিজিবি। শনিবার (৪ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। আটককৃতরা হলো গাংনীর কাজিপুর গ্রামের বুড়িপোতা পাড়ার মঙ্গল মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (২৩) এবং নিশিপুর গ্রামের মৃত মর্জেন আলীর ছেলে রানা হোসেন (২৮)।
বিজিবি জানায়, কাজিপুর আলমবাজার কবরস্থানের কাছে আখড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম ভারতীয় হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। জব্দকৃত মাদক ও জিনিসপত্রের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪৩ হাজার টাকা । এ সময় আরও দুইজন মাদক ব্যবসায়ী সুমন মিয়া (২৬), গ্রাম করমদি এবং মানিক মিয়া (২৮), গ্রাম বালিয়াঘাট পালিয়ে যায়। তাদের আটকের জন্য বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।