Home » গাংনীতে সিলডিনাফিল ট্যাবলেট ও চকলেট বাজি উদ্ধার

গাংনীতে সিলডিনাফিল ট্যাবলেট ও চকলেট বাজি উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 28 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী সীমান্ত এলাকা থেকে ৫ লাখ ২৪ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় সিলডিনাফিল ট্যাবলেট, সেনেগ্রা ট্যাবলেট, মদ ও চকলেট বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় টানা অভিযানে তিন দফায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি’র তত্ত্বাবধানে ও জেসিও-১০৮৮৪ নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ১৪২/২-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে বর্ডারপাড়া এলাকা থেকে ১ হাজার ১০ পিস ভারতীয় সিলডিনাফিল ট্যাবলেট আটক করা হয়। জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৩ হাজার টাকা। বুধবার(১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৩৬/মেইন পিলারের ২৫০ গজ ভেতরে ধলা মাঠ এলাকা থেকে হাবিলদার মো. বজলুর হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় ১৪৮ পিস সিলডিনাফিল ট্যাবলেট ও ৬০ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬২ হাজার টাকা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে কাজীপুর বর্ডারপাড়া মাঠ থেকে হাবিলদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় মদ, ৩৮৯ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ৩২০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত মাদক ও চোরাচালান সামগ্রী ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.