Home » গাংনীতে সাবেক এমপি আমজাদ হোসেনের গণসংযোগ ও পথসভা

গাংনীতে সাবেক এমপি আমজাদ হোসেনের গণসংযোগ ও পথসভা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 19 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলায় শনিবার (১৮ অক্টোবর) গণসংযোগ ও পথসভা করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন। বামন্দী ফজলুল হক মেলেটারির ঘোনার মোড় এলাকায় অনুষ্ঠিত এই সভায় তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগের সূচনা বামন্দী বাসস্ট্যান্ড থেকে হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম।

সংক্ষিপ্ত বক্তব্যে আমজাদ হোসেন বলেন, “বিএনপির ধানের শীষের পক্ষে ভোটের মাঠ প্রস্তুত। শুধুমাত্র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনাদের ভালোবাসায় আমি আবারও নির্বাচিত হতে পারব। ২০০৮ সালে আপনাদের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছিলাম। দলের দুঃসময়ে নেতাকর্মীরা হয়েছেন নির্যাতিত, মামলা-হামলার শিকার; আমি সব সময় তাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোবাইলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী ও নির্বাচনে বিজয়ী করার নির্দেশনা দিয়েছেন।”

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি শতভাগ নিশ্চিত—মেহেরপুর-২ আসনটি আমরা দলে উপহার দিতে পারব।”

পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি উপাধ্যক্ষ নাসিরুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুর ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সভায় বক্তারা দলকে সংগঠিত করার এবং আগাম নির্বাচনে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.