মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক ও অফিস সহকারি তােফাজ্জেল হােসেনকে লাঞ্ছিতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনের আয়ােজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আদালতে দায়েরকৃত একটি নারী নির্যাতনের মামলার সােমবার দুপুরে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বাদী-বিবাদীকে নিয়ে তদন্ত চলছিল। তদন্তকালে যুবদলের নামধারী নেতা পরিচয়দানকারীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক ও অফিস সহকারি তােফাজ্জেল হােসেনকে লাঞ্ছিত করে। লাঞ্ছিতকারীদের অভিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য,সােমবার গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক ও অফিস সহকারি তােফাজ্জেল হােসেনকে লাঞ্ছিত করে কয়েকজন যুবক। এঘটনায় সােমবার ৮জনের নামে গাংনী থানায় মামলা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক। মামলা নং-৫।