মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামে শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও তরুণ সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব রিয়াজ মাহমুদ এবং জেলা কৃষি বিবরণ কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম।
চলচ্চিত্র প্রদর্শনীতে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহের ক্ষতিকর দিক, মাতৃস্বাস্থ্য রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, ভ্রাম্যমাণ চলচ্চিত্রের মাধ্যমে দূর-দূরান্তের সাধারণ মানুষকে সহজভাবে তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে একদিকে যেমন সামাজিক সমস্যাগুলো সম্পর্কে মানুষ সচেতন হয়, অন্যদিকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণও বাড়ে।
প্রদর্শনীতে স্থানীয় নারী-পুরুষ, তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত হলে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা হ্রাস পাবে, পাশাপাশি তরুণ সমাজও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
অনুষ্ঠানে বক্তারা সবাইকে সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।