মেহেরপুরের গাংনী উপজেলা তেতুলবাড়িয়া সীমান্তে ১ লাখ ২ হাজার ৭৭৫ টাকা মূল্যের ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ বকুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সোমবার (০৩ অক্টোবর) দুপুরে তাকে আটক করে। আটককৃত বকুল হোসেন তেতুলবাড়িয়া গ্রামের নাজির হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়,১৩৭/৭এস সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরের তিন কিলোমিটার দূরে দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজেপির একটি শহর টিম আটক করে। আটকৃত বকুল হোসেন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।