মেহেরপুরের গাংনীতে পিস্তুল ম্যাগজিন ও গুলি সহ আজিজুল হক,ডাকু (৫০) নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে পৌরসভার চৌগাছা (ভিটা পাড়া) নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটককৃত আজিজুল হক, ডাকু চৌগাছা (ভিটা পাড়া) মৃত গোলাম মোস্তফা খোকন গাইনের ছেলে ছেলে। র্যাব গাংনী মেহেরপুরের কোম্পানী কমান্ডার লে :ওয়াহিদুজ্জামান (এসএন) বিএন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অধিনায়ক র্যাব-১২ এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২,সিপিসি-৩ গাংনী মেহেরপুরের এবং গাংনী সেনাবাহিনী ক্যাম্পের যৌথ অভিযান পরিচালণা করা হয়। এসময় আসামীসহ ১ টি বিদেশী পিস্তল,২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামি আজিজুল হক, ডাকুর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট