মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের চাপায় মামুন হােসেন (২২) নামের এক টাইলস মিস্ত্রী মারাত্মক আহত হয়েছেন। আহত মামুন গাংনী উপজেলা ষোলটাকা গ্রামের আবুল কালামের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যার দিকে মামুন চেংগাড়া বাজারের অদূরে রাস্তা পার হচ্ছিলেন। একই সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস (যার লাইসেন্স নং- ঢাকা মেট্রো ব-১৫-৪৭৯১) গাংনী শহরের দিকে আসছিল।
মামুন রাস্তা পার হওয়ার সময় সরাসরি ওই বাসে তাকে ধাক্কা দেয়। ফলে সে বাস চাপায় মারাত্মক ভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় । এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। পরে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসেন জানান, মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।