Home » গাংনীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বেত্রাঘাত ,  শিক্ষক পলাতক

গাংনীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বেত্রাঘাত ,  শিক্ষক পলাতক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 51 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছে জুনায়েদ আহমেদ (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির শিক্ষক (হুজুর) জুবায়ের আহমেদ বেত্রাঘাত করে শিশুটিকে গুরুতর আহত করেছেন। বর্তমানে সে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে গাংনী পৌরসভার পশ্চিম মালসাদহ গ্রামের ফজলুল উলুম ক্বওমী মাদরাসায়। আহত জুনায়েদ আহমেদ ওই মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছাত্র। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। শিক্ষার্থীর নানী ছিয়াতন নেছা জানান, আমি গরিব মানুষ। আমার মেয়ের স্বামী মারা যাওয়ার পর মেয়ে আর নাতি আমার কাছেই থাকে। সাত বছর আগে নাতিকে ফজলুল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি করেছিলাম। মঙ্গলবার রাতে হঠাৎ একজন লোক ফোনে জানায়, আমার নাতিকে হুজুর কবুতর চুরির অপবাদ দিয়ে পিটিয়েছে। তিনি আরও বলেন, সকালে মাদ্রাসায় গিয়ে দেখি, ছেলেটার পিঠে, বাম উরুতে আর হাতে জখমের দাগ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। আমরা আইনের আশ্রয় নেব।’ শিক্ষার্থীর মা রিমা খাতুন বলেন, আমার ছেলে পড়তে গিয়েছিল, কিন্তু কবুতর চুরির অপবাদ দিয়ে যেভাবে বেত্রাঘাত করা হয়েছে, তা কোনোভাবেই সহ্য করা যায় না। একজন মা হিসেবে এ দৃশ্য আমি সহ্য করতে পারছি না। আমি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক জুবায়ের আহমেদ পলাতক রয়েছেন।

মাদরাসা কর্তৃপক্ষের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘দঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। মাদরাসা কমিটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ জানান, সকালে বেত্রাঘাতে আহত এক শিশুকে তার পরিবার হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.