মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১১টার দিকে গ্রামের দরগাতলা পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—গাড়াবাড়ীয়া গ্রামের মৃত ফরিং শেখের ছেলে আবুল হোসেন (৫৫) ও তার ছেলে বেল্টু হোসেন (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
আহত আবুল হোসেন জানান, তার ছেলে বেল্টুকে কৌশলে স্থানীয় মাদক ব্যবসায়ী গোপাল হোসেন বাড়িতে ডেকে নেয়। পরে গোপাল ও তার স্ত্রী আনজুমান আরা লাইলন তাকে দড়ি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে। ছেলের চিৎকারে খবর পেয়ে তিনি সেখানে গেলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত বেল্টু হোসেন বলেন, কয়েক দিন ধরে প্রতিবেশী রববিল্লাহর ছেলে গোপালের সঙ্গে চলাফেরা করছিলেন। কিছুদিন আগে এক প্রলোভনে তাকে হরিরামপুর গ্রামে নিয়ে যান গোপাল। পরে পরিকল্পিতভাবে আবারও নিজের বাড়িতে ডেকে নিয়ে লোহার রড দিয়ে নির্যাতন চালায়। ওই সময় ১৮ হাজার টাকা কেড়ে নেয়। বেল্টুর অভিযোগ, দীর্ঘদিন ধরে গোপাল গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাকে সন্দেহ করে হত্যার চেষ্টা করেছে।
এ বিষয়ে অভিযুক্ত গোপাল হোসেন মোবাইল ফোনে জানান, বেল্টু তার কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়েছিল, যা ফেরত না দেওয়ায় তাকে আটক করেছিলেন। তবে তিনি মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেন। গোপালের দাবি, বরং বেল্টুই তার বাড়িতে এসে তাকে ও তার স্ত্রীকে মারধর করেছে। তবে ধার নেওয়ার বিষয়ে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।