Home » গাংনীতে ভারতীয় মালিকবিহীন গরু উদ্ধার

গাংনীতে ভারতীয় মালিকবিহীন গরু উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 24 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মালিকবিহীন একটি গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় গত ৪ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ ধলা বিওপির সীমান্ত পিলার ১৩৬ মেইন পিলার হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় জেসিও-৮৯৮৬ সুবেদার মো. ইউসুফ আলীর নেতৃত্বে এ বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় একটি ষাঁড় গরু আটক করা হয়। গরুটির আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৬০ হাজার টাকা।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.