Home » গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 31 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম (কালাম মাস্টার নামে পরিচিত) (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বার্ধক্যজনিত কারণে শনিবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অংসখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

রবিাবর (১৬ নভেম্বর) সকাল ১০ টায় এই বীরের শেষ বিদায় দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। তার মরদেহের উপরে স্বাধীন বাংলার পতাকা দিয়ে আবৃত করা হয়। এসময় ফুল দিয়ে চীর বিদায় জানানো হয়। রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনারের নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

এসময় গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বেজে উঠে বিহগলের করুণ সুর।

শেষ বিদায় অনুষ্ঠানে সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা শাসমুল আলম সোনাসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। গাংনী পৌরসভাধীন শিশিরপাড়া গ্রামের বাড়িতেই তার জনাযা অনুষ্ঠিত হয়। স্বনামধন্য এ শিক্ষকের জানাযা নামাজে অংশগ্রহন করেন সাবেক এমপি আমজাদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, উপজেলা জামাতের আমির রবিউল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.