Home » গাংনীতে বিপুল অ্যালকোহল উদ্ধার, হোমিও চিকিৎসক আটক

গাংনীতে বিপুল অ্যালকোহল উদ্ধার, হোমিও চিকিৎসক আটক

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিনিধি 21 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনীতে নিলুফার ইয়াসমিন নামের এক নারী হোমিও চিকিৎসককে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তার দেখানো মতে ১ হাজার ১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় হাফিজ হোমিও হলে এ ঘটনা ঘটে। আটক নিলুফার ইয়াসমিন উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত হাফিজ উদ্দীনের মেয়ে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় হাফিজ হোমিও হলে অ্যালকোহল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় হোমিও চিকিৎসক নিলুফার ইয়াসমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ির রান্নাঘর ও পরিত্যক্ত খড়ির ঘর থেকে ১ হাজার ১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

আটক নিলুফার ইয়াসমিন ও জব্দকৃত অ্যালকোহল বোতলগুলো গাংনী থানায় প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

অভিযান কালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ২৭ আর্টিলারি রেজিমেন্টের সার্জেন্ট ফারুক হোসেনসহ তার একটি টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.