মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে ৭.৬৫ এমএম ১টি পিস্তল (মেইড ইন ইউএসএ), ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে লাল্টুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। লাল্টু বিশ্বাস লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস বিশ্বাসের ছেলে।
২৭ ফিল রেজিমেন্ট আর্টিলারি মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রওশন আলম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১১ এপ্রিল) সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে কুখ্যাত অপরাধী লাল্টু বিশ্বাসকে আটক করে।
এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী লাল্টুর বাড়ির টয়লেটের ছাদের ওপর পানির ট্যাংকির স্লাবের নিচ থেকে পলিথিন ও লাল শপিং ব্যাগে মোড়ানো একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
লাল্টুর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, যানবাহন ছিনতাই এবং অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের অভিযোগ রয়েছে বলেও জানান সেনাবাহিনীর ওই কর্মকর্তা।
সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য অনুযায়ী লাল্টুর এক ভাই ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে নিহত হয় এবং আরেক ভাই মাইলমারী গ্রামের পদ্মাবিল দখলের সময় সংঘর্ষে মারা যায়।
অভিযানের সময় লেফটেন্যান্ট মিনহাজসহ তার টিম এবং গাংনী থানা পুলিশের রামকৃষ্ণপুর ধলা ক্যাম্পের একটি টিম উপস্থিত ছিল।
আটক লাল্টুর বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।