মেহেরপুরের গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডাকুকে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় ‘নাটক সাজানোর’ অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা। গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা সুরেভী আলভী। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান সেলিম, নুরুজ্জামান হকা, নুরুল হক, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুলসহ স্থানীয় নেতাকর্মীরা। লিখিত বক্তব্যে আসাদুজ্জামান বাবলু বলেন, “গোলাম মোস্তফা ডাকু একজন লড়াকু কর্মী। গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় থেকেছেন। কিন্তু ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধার দেখিয়ে গ্রেফতারের নাটক সাজানো হয়েছে।” নেতারা অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সরকার বিএনপি নেতাকর্মীদের দমন-পীড়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে। তারা ডাকুর নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, সোমবার ভোরে সেনাবাহিনী ও র্যাব-১২ গাংনী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযানে গোলাম মোস্তফা ডাকুকে আটক করে। এসময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।