Home » গাংনীতে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

গাংনীতে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 34 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে ইয়ানূর রহমান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বামন্দী ক্যাম্প পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পারগোয়াল গ্রামের মোঃ জিয়াউল হকের ছেলে। বর্তমানে তার পরিবার বামন্দী পুলিশ ক্যাম্প পাড়ায় বসবাস করছে। ইয়ানুরের মা আনোয়ারা খাতুন জানিয়েছেন, ইয়ানুর ও একজন বন্ধু পুকুরপাড়ে খেলছিল। কিছু সময় পরে ছেলে বাড়ি ফিরেনি। খোঁজাখুঁজি করতে গিয়ে তিনি পুকুরে ইয়ানুরের স্যান্ডেল দেখে পানিতে তাকাশির জন্য ফায়ার সার্ভিসকে জানান। পরে তারা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, “পরিবার শিশুটিকে খুঁজে না পেয়ে আমাদের খবর দেয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি, কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বানী ইসরাইল জানান, “শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.