Home » গাংনীতে নবজাতক উদ্ধারে বীরত্ব: আনসার সদস্য হোসাইনকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

গাংনীতে নবজাতক উদ্ধারে বীরত্ব: আনসার সদস্য হোসাইনকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 60 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কালী মন্দির পাড়ার বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধারের ঘটনায় বীরত্বের স্বীকৃতি হিসেবে আনসার সদস্য হোসাইনকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুস সালাম।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক হোসাইনের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেন।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর (২০২৫) রাতে শারদীয় দুর্গাপূজার ডিউটিতে ছিলেন আনসার সদস্য হোসাইন। সে সময় কালী মন্দির পাড়ার বাঁশবাগানের নিচ থেকে কান্নার শব্দ শুনে তিনি এগিয়ে যান। কাছে গিয়ে দেখতে পান এক নবজাতক জীবন্ত অবস্থায় পড়ে আছে। মুহূর্তের মধ্যেই তিনি নবজাতককে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে নবজাতকের অবস্থার অবনতি হওয়ায় দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

আনসার সদস্য হোসাইন বলেন, আমি যখন বাচ্চাটির কান্নার শব্দ শুনি, তখন এক মুহূর্তও দেরি করিনি। ওটা আমার মানবিক দায়িত্ব ছিল। আজ জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাননা পেয়ে আমি সত্যিই গর্বিত ও অনুপ্রাণিত।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, আনসার সদস্য হোসাইন যেভাবে মানবিক সাহসিকতা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। তার এই দৃষ্টান্ত সমাজে মানবতার আলো ছড়াবে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় এমন সৎ ও মানবিক কাজের স্বীকৃতি দেব।

এ সময় মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডেন্ট কামরুজ্জামান, গাংনী উপজেলা আনসার অফিসারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.