মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গ্যাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে—সুমি খাতুন (৩৫)। তিনি গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের উত্তরপাড়ার আরিফুল ইসলামের স্ত্রী। অপর দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সুমির ভাবি মনোয়ারা খাতুন জানান, আমি অসুস্থ থাকার কারণে কুষ্টিয়ার ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ছয়জন যাত্রীর মধ্যে তিনজন গুরুতর আহত হন।
বামুন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী ইনচার্জ নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সুমি খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারুক হোসেন জানান, সুমি খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।