Home » গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের

গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 58 ভিউ
Print Friendly, PDF & Email

 

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুরের গাংনী উপজেলার কড়ই গাছি গ্রামের প্রবাসি মিজানুর রহমানের ২২ শতক জমির সীমান নির্ধারণ কে কেন্দ্র করে থানায় মিথ্যা অভিযোগ দেয়ার অভিযোগ উঠেছে  প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ শুক্রবার বিকেলে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মিজানুর রহমান।
‎‎ভুক্তভোগী  কড়ই গাছি গ্রামের একরামুল হকের ছেলে প্রবাসি মিজানুর রহমান বলেন,
কড়ই গাছি মৌজার আর এস খতিয়ান ৬৯৮ আর এস দাগ নং ১৪৮৯ জমির পরিমান ৫৭ শতক এর মধ্যে আমার হচ্ছে ২২ শতক আমি ২৯৪৫ কবলা দলিল মুলে ক্রয় করেছি। আমি দলিল মূলে ক্রয় করে  দীর্ঘদিন প্রবাসে ছিলাম। বাড়ীতে এসে দেখি প্রতিবেশী কড়ইগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ জোরপূর্বক আমার জমির সীমানা আগের থেকে চার হাত বেশি করে বেড়া দিয়েছে আমি প্রতিবাদ করলে আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.