Home » গাংনীতে গাঁজা ও চাঁদাবাজির টাকাসহ পৌর ছাত্রদলের সদস্য সচিব আটক

গাংনীতে গাঁজা ও চাঁদাবাজির টাকাসহ পৌর ছাত্রদলের সদস্য সচিব আটক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 75 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনী উপজেলায় গাঁজা ও চাঁদাবাজির টাকাসহ শিশির আহমেদ (২৫) নামে গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিবকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১০ ডিসেম্বর) রাতে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শিশির আহমেদ গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার গোপন সংবাদের ভিত্তিতে গাংনী ক্যাম্পের সেনাসদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শিশির আহমেদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, চাঁদাবাজির ৫৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং সাতটি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.