Home » গাংনীতে কাজিপুর সীমান্তে মদ ও ডেক্সামিথাশন ট্যাবলেট উদ্ধার

গাংনীতে কাজিপুর সীমান্তে মদ ও ডেক্সামিথাশন ট্যাবলেট উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 79 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ডেক্সামিথাশন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ তথ্য নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৪৭ বিজিবির অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৫/৫-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালানো হয়। জেসিও-৯৪৩৫ সুবেদার মোঃ শাহবুদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ মাদকবিরোধী অভিযানে ভারতীয় ১৮ বোতল মদ এবং ৭২০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মদ ও ট্যাবলেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.