মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের কুতুবপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সংক্রান্ত বিষয়ে তদন্ত কমিটির কাজ শুরু করেছেন। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি,গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্ত করেন।
তদন্তে এসে অন্তত ১৫ জন শিক্ষকের বক্তব্য নেওয়া হয়। সরকারি কমিশনার ভূমি সাদ্দাম হোসেন পরে সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। উল্লেখ্য, কুতুবপুর স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক সুন্নত আলী পদত্যাগ করেছেন মর্মে তৎকালীন স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ দাবি করেন। প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে সুন্নত আলী আদালতে মামলা করেছেন। মামলাটি চলমান রয়েছে।