Home » খোকসায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র জব্দ, গ্রেফতার

খোকসায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র জব্দ, গ্রেফতার

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 20 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার খোকসায় এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশিয় অস্ত্র জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি দল এই অভিযান চালায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, তাঁর ভাই জিল্লুর রহমান ও ভাতিজা জ্যাকি। তাঁদের বাড়ি তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি ও বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.