Home » খেলাফত মজলিসের ২৫৬ সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত

মেহেরপুর-১ অধ্যাপক আবদুল হান্নান, মেহেরপুর-২ হোসাইন বাদশাহ

খেলাফত মজলিসের ২৫৬ সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 47 ভিউ
Print Friendly, PDF & Email

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৫৬ জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করেছে ইসলামী রাজনৈতিক দল খেলাফত মজলিস। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই তথ্য জানান। তিনি বলেন, “সারাদেশে ২৫৬টি আসনে প্রাথমিকভাবে প্রার্থিতা নির্ধারণ করা হয়েছে। বাকি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে। তবে জোটগত সমঝোতা হলে আসনভিত্তিক প্রার্থীতায় পরিবর্তন আসতে পারে।” সভায় তিনি আরও বলেন, “রাষ্ট্র কোনো দলের খেলার মাঠ নয়। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস নির্বাচনে অংশ নিচ্ছে।” এ সময় ড. আহমদ আবদুল কাদের ইসরায়েলি বাহিনীর হামলায় গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’র মানবাধিকারকর্মীদের আটক ও গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “গাজাবাসীর ওপর ইসরায়েলি অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” সভায় খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, অধ্যাপক মাওলানা এ এস এম খুরশিদ আলম, মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, অধ্যাপক এ কে এম মাহবুব আলম, অর্থ সম্পাদক আবু সালেহীন ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী বলেন, “আগামী নির্বাচন হবে বাতেলের বিরুদ্ধে ইসলামের লড়াই। দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে আমরা মাঠে নামব। জনগণের ভোট রক্ষা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও আহ্বান জানান প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনমত গড়ে তোলার মাধ্যমে ভোট ডাকাতির পথ রোধ করতে হবে। খুলনা বিভাগের প্রাথমিকভাবে প্রার্থিদের তালিকা, মেহেরপুর-১ আসনে অধ্যাপক আবদুল হান্নান, মেহেরপুর-২ আসনে হোসাইন বাদশাহ, কুষ্টিয়া-১ আসনে মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া-২ আসনে মুফতি আবদুল হামিদ, কুষ্টিয়া-৩ আসনে অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া-৪ আসনে মাওলানা আলী আশরাফ, চুয়াডাঙ্গা-১ আসনে মো. মোখলেসুর রহমান, চুয়াডাঙ্গা-২ অ্যাডভোকেট মো. ইউনুস আলী, ঝিনাইদহ-১ আসনে মাওলানা আবু তালেব, ঝিনাইদহ-২ আসনে অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ, ঝিনাইদহ-৪ আসনে মাওলানা ওয়াজিউল্লাহ।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.