মেহেরপুর প্রতিনিধি :
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে মেহেরপুরে পোস্টার বিতরণ করেছে বিএনপি।
আজ শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় মেহেরপুর জেলা পরিষদের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান কর্মসূচির নেতৃত্ব দেন। তিনি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে পোস্টার বিতরণ করেন। মেহেরপুর জেলা বিএনপির সহায়তায় পোস্টার বিতরণ ও লাগানো কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জেলা বিএনপি।
এ সময় কামরুল হাসান বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী। বিএনপি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণে কাজ করবে।
পোস্টার বিতরণ কর্মসূচিতেউপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবদাল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমুল হোসেন মিন্টু, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।