Home » কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও নকল বিড়ি জব্দ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও নকল বিড়ি জব্দ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 40 ভিউ
Print Friendly, PDF & Email

 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে। এসব অভিযানে মোট ১ লাখ ২৭ হাজার ২০৫ টাকার মালামাল জব্দ করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দিকনির্দেশনায় চল্লিশপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার ১৫৭/১-আর হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের ভেতরে চরপাড়া মসজিদ এলাকায় বাংলাদেশি নাগরিক আলিপ হোসেন (১৯) কে ১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ হাজার ৫ টাকা। আটককৃতকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেলে ভেড়ামারা হাইওয়ে রোড এলাকায় ব্যাটালিয়নের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২ হাজার ২৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা। জব্দ করা বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.