কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সম্প্রতি পরিচালিত মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৯ লাখ ৩৭ হাজার ২শত ২৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করেছে।
লেঃ কর্নেল রাশেদ কামাল রনি জানান, গত ৫ ও ৬ ডিসেম্বর কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পঞ্চগড় টু বরিশালগামী পরিবহন থেকে ১৪,৬৮০ প্যাকেট নকল বিড়ি উদ্ধার করা হয়। এছাড়া মিরপুর উপজেলার চিতলিয়া পূর্ব পাড়া থেকে ভারতীয় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১,৪৭৫ টাকা, একটি মোবাইল ও দুটি সিমকার্ডসহ একজনকে আটক করা হয়। চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১.৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
মোট আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ৯,৩৭,২২৫ টাকা। আটক আসামীদের মাদকদ্রব্যসহ মিরপুর থানা হস্তান্তর করা হয়েছে। অবৈধ নকল বিড়ি কাস্টমে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান।
“সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে আছি। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

