Home » কুষ্টিয়ায় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়ায় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 35 ভিউ
Print Friendly, PDF & Email

 বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ কালে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সীমান্ত টহলে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বিজিবি।  বুধবার সকালে (২৪ ডিসেম্বর)  কুষ্টিয়ার চরচিলমারী বিওপি এলাকার সীমান্ত পিলার ৮৪/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশকালে নায়েক মোঃ আসাদুজ্জামান নেতৃত্বাধীন টহল দলের সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছে থাকা ধুরের আনুমানিক বাজার মূল্য সাত হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আটক ভারতীয় নাগরিককে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকপাচারসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে অরক্ষিত প্রবেশ প্রতিরোধে বিজিবি জোরদার পদক্ষেপ গ্রহণ করবে।

বিজিবি আরও জানান, স্থানীয় জনগণকে নিরাপদ রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখতে সীমান্তে নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.