Home » কুষ্টিয়ায় মজমপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : আহত ২

কুষ্টিয়ায় মজমপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : আহত ২

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিবেদক 30 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার মজমপুরে শুক্রবার (৭ মার্চ) গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সাতক্ষীরা থেকে মাছ বোঝাই করে আসা একটি দ্রুতগামী মিনি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুইজন গুরুতর আহত হন।

আহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র হাবিবুর রহমান (৪০) এবং একই গ্রামের তাইজাল শেখের পুত্র কামাল শেখ (৩৬)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
জানা গেছে, তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীকে পৌঁছে দিয়ে মোটরসাইকেলযোগে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া মজমপুর সংলগ্ন ‘কুষ্টিয়া স্টোর’ তেল পাম্প থেকে মোটরসাইকেলের জন্য তেল সংগ্রহ করেন। সেখান থেকে প্রধান সড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাছ বোঝাই মিনি পিকআপ তাদের ধাক্কা দেয় এবং মোটরসাইকেলটিকে প্রায় ২০ থেকে ২৫ ফুট দূরে ছিটকে নিয়ে যায়।

রাত সাড়ে বারোটার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কামাল শেখ। সংঘর্ষের ফলে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যায়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে জানান, “আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত পিকআপ জব্দ করা হয়েছে। আহতরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সাধারণ মানুষ।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.