কুষ্টিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি ও ভারতীয় ট্যাবলেট জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এসব অভিযানে মোট জব্দকৃত পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার লালনচত্বর বাইপাস মেইন সড়কে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় পঞ্চগড় থেকে পাথরঘাটাগামী একটি বিআরটিসি পরিবহনে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৯৪০ প্যাকেট নকল বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ২৬ হাজার ৭০০ টাকা। অভিযানটি পরিচালনা করেন জেসিও–৯৬৯০ নায়েব সুবেদার মোঃ আমিরুজ্জামানের নেতৃত্বাধীন বিশেষ টহল দল।
অপরদিকে, ৬ সেপ্টেম্বর ভোর রাত সাড়ে ৩টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৪৮ এর নিকটস্থ গরুড়া মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় ভারত থেকে চোরাই পথে আনা ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট ও ৩ হাজার ৫০০ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে তিন লাখ ৪২ হাজার ৫০০ টাকা। অভিযান পরিচালনা করেন সুবেদার মোঃ মজিবুল হকের নেতৃত্বাধীন টহল দল।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে সীমান্ত এলাকায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।