Home » কুষ্টিয়ায় প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়ায় প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তির মৃত্যু

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 33 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

রোববার (১০ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের জেলার উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকার গাইন বংশ ও সদ্দার বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

উক্ত সংঘর্ষে সর্দার বংশের তৌহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত মোতাহার আলী সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বহলবাড়িয়া এলাকার সদ্দার ও গাইন বংশের মধ্যে গ্যাঞ্জাম চলে আসছিল। এরই রেষ ধরে রবিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত অবস্থায় সর্দার বংশের তহিদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এছাড়া উক্ত ঘটনায় আরো কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে নিহতের বড় ভাই জানান, রবিবার সকালে সর্দার বংশের একজনের বাড়িতে হামলা চালিয়ে গাইন বংশের লোকজন ভাঙচুর চালায়। এ সময় সর্দার বংশের সকলে বাধা দিতে গেলে গাইন বংশের লোকজন তাদের হাতে থাকা আগ্নেয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলিয়ে চালিয়ে একজনকে তারা হত্যা করেছে।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, রবিবার সকালে খাদিমপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে গাইন ও সরদার বংশের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে আমরা এলাকার অবস্থান করছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.