Home » কুষ্টিয়ায় ডাম্প ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ নিহত ২

কুষ্টিয়ায় ডাম্প ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ নিহত ২

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 68 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার কুমারখালীতে ডাম্প ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও অপরজন মসজিদের ইমাম। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তারা ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কালুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস হতাহতের এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার এসআই শহিদুল ইসলাম। অপরজনের নাম মনির হোসাইন (২২)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। মনির ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং হাফেজ ছিলেন। পাশাপাশি কুমারখালী তেবাড়ীয়া তিন গম্বুজ জামে মসজিদে ইমামতি করতেন।

আহতরা হলেন উপজেলার শিলাইদহের আসাদুল ইসলাম (৬০), চড়চাপড়া গ্রামের মো. আরমান (৬০) ও তার স্ত্রী মালেকা খাতুন (৪৫), শেরকান্দি গ্রামের হাসেন আলী (৬০), খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের মমতাজ বেগম (৪০), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. রুহুল (১৯) ও রিয়াজুল (৩০)।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রা এবং রাজবাড়ীর থেকে আসা একটি ডাম্প ট্রাক কালুর মোড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৯ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ হারুন বলেন, ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে ৯ জন গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ট্রাক ও মাহিন্দ্রা গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.